অভিনব ভাবনা! এবার অভয়া শিবির বন্যা পীড়িতদের সাহায্যে

কলকাতা : অভয়া ক্লিনিকের পর এবার অভয়া শিবির। নিঃসন্দেহে অভিনব ভাবনা ও উদ্যোগ। বন্যা পীড়িতদের জন্য পাশে দাঁড়িয়ে সাহায্য বাড়িয়ে দিতেই এই ভাবনা জুনিয়র চিকিৎসকদের। বানভাসি এলাকায় জল নামতেই সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা বরাবরের। এবছরও তার ব্যতিক্রম হবে না তা ধরে নিয়েই বিশেষ অভিযানের ভাবনা। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সভায় জানানো হয়েছে।

গতকাল মাঝরাতে দফায় দফায় বৈঠকের নানা বিষয়ে আলোচনার পর এই নির্যাতিতার প্রতি সুবিচার বজায় রাখতে অভয়া ক্লিনিক যেমন দুর্গতদের কল্যাণে কাজ করবে তেমনই সংশ্লিষ্ট এলাকায় অভয়া শিবির খুলে বসার সিদ্ধান্ত।

এদিকে, স্বাস্থ্য ভবনের সামনেই চিকিৎসকদের কাছে পাঠানো সাহায্য বাবদ নানা সামগ্রী মজুত রয়েছে। এর মধ্যেই যেমন শুকনো খাবার, জামাকাপড় তেমন ওষুধ পত্র ইত্যাদি। ইতিমধ্যেই পাঠানো হবে এ নিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =