আর্থার অ্যাশ এরিনায় দাপিয়ে বেড়াচ্ছেন নোভাক জকোভিচ। প্রত্যাশা মতোই ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে পড়লেন সার্বিয়ান তারকা। সব মিলিয়ে এটা তাঁর ৪৭তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল। আমেরিকার টেনিস প্লেয়ার টেলর ফির্টজ়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নেমেছিলেন জোকার। কিন্তু তিন সেটের বেশি গড়ায়নি ফাইনাল। ৬-১, ৬০৪, ৬-৪ জিতে ফাইনালের আরও কাছে পৌঁছে গিয়েছেন। কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব পেতে হলে আর দুটো ম্যাচ জিততে হবে জোকারকে। যে ফর্মে আছেন, তাতে ফাইনালে তো বটেই, ইউএস ওপেন খেতাবও জিতে যেতে পারেন সার্বিয়ান তারকা। ওপেন এরায় ছেলে-মেয়ে নির্বিশেষে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের। মোট ২৪বার জিতেছেন খেতাব। তার পরই রয়েছেন সেরেনা উইলিয়ামস। তাঁর ২৩টা খেতাব। জোকারেরও তাই। ইউএস ওপেনে জিততে পারলে মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন জকোভিচ। রজার ফেডেরারের গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি বার সেমিফাইনালে ওঠার রেকর্ড ভেঙে দিয়েছেন জকোভিচ। ইউএস ওপেনে ৩৬ বছরের জোকারের ১৩তম সেমিফাইনাল। এর আগে মোট ৩বার খেতাব জিতেছেন। ইউএস ওপেনের ফাইনালে উঠলে এক ক্যালেন্ডার ইয়ারে চারটে গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার রেকর্ড করবেন। কেরিয়ারে অবশ্য তা নতুন নয়। এর আগেও দু’বার এমনটা করেছেন। শেষ চারে পা দেওয়ার পর জোকার বলেছেন, ‘এই বয়সে আমি যতবার কোর্টে নামি ততবারই আমি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। জানি না আর কতবার আমি সুযোগ পাব। যতবার পাব, উপভোগ করব, সেরাটা দেব। আর্থার অ্যাশ এরিনায় অনেকবার খেলেছি। বেশ কিছু স্মরণীয় ম্যাচও আছে। আরও দুটো ম্যাচ এখানে খেলার জন্য মুখিয়ে আছি।’