ডার্বিতে নেই, লিগে ইস্টবেঙ্গলের জয়ে গোল সেই তারকার

কিছুটা যেন আপশোস হতে পারে। ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকে ড্র করে ইস্টবেঙ্গল। শেষ ৮ মিনিটে দুটো গোল হজম করে ইস্টবেঙ্গল। ড্রয়ের পাশাপাশি সেই ম্যাচে হতাশ করেছিল আরও একটা বিষয়। অফ দ্য বল ট্যাকল করে ডিরেক্ট রেড কার্ড দেখে মাঠ ছাড়েন নিশু কুমার। শনিবার তাঁকে ডার্বিতে পাওয়া যাবে না। ম্যাচের মধ্যে থাকতে এ দিন কলকাতা লিগে নেমেছিলেন নিশু। ইস্টবেঙ্গলের জয়ে গোলও করলেন। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এ দিন রেলওয়ে এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম গোলটি করেন সিকে অমন। ইস্টবেঙ্গলের এই তরুণ ফুটবলার এর আগেও গোল করেছিলেন। ম্যাচের ২০ মিনিটে অমন এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হল ৬৪ মিনিট। দ্বিতীয় গোলটি সিনিয়র দলের তারকা নিশু কুমারের। ডার্বিতে তাঁকে পাওয়া গেলে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী হত। ডুরান্ডের প্রথম ম্যাচের পর সিনিয়র দলের কোচও জানিয়েছিলেন, সেই ম্যাচে নিশু পুরো সময় মাঠে থাকলে ফল অন্যরকম হতে পারত। লিগের অন্যান্য ম্যাচের দিকে নজর দেওয়া যাক। ক্যালকাটা কাস্টমস বনাম ইস্টার্ন রেলওয়ে ম্যাচটি অনবদ্য হল। রুদ্ধশ্বাস সেই ম্যাচ ৩-৩ স্কোরলাইনে শেষ হয়। কাস্টমসের হয়ে গোল করেন সুময় সোম, সুরজিৎ হাঁসদা এবং রাজন বর্মন। ইস্টার্ন রেলের তিন গোলদাতা গৌরব সামন্ত, সাগর খেমারু, মিঠুন কর। ভবানীপুর বনাম জর্জ টেলেগ্রাফ ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। ভবানীপুর এর আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল। দিনের অন্য ম্যাচে, টালিগঞ্জ অগ্রগামী ২-১ গোলে হারাল পাঠচক্রকে। উয়ারী অ্যাথলেটিক ক্লাবকে ৫-০ বিশাল ব্যবধানে হারাল এরিয়ান ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =