মাটির প্রতিমা নয়, থাকবে সব জীবন্ত প্রতিমা মহড়া চলছে সোনাগাছিতে

কলকাতা : এখানে কোনও মাটির প্রতিমা থাকছে না। ভাবছেন তা হলে কীসে পুজো হবে? জীবন্ত প্রতিমা থাকবে এই মণ্ডপে। হ্যাঁ, দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই হবে জীবন্ত। বর্তমানে তারই মহড়া চলছে কলকাতার এই পাড়ায়। মানে, সোনাগাছিতে।

কয়েক বছর ধরে সোনাগাছিতে সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। যৌনকর্মীরা এই পুজোর আয়োজন করে থাকেন। এই বছর এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানেরা এই পুজোর উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুজোটি এই অঞ্চলের শীতলা মন্দিরের কাছে হবে বলে জানা গিয়েছে। শহর জুড়ে নানা থিমের ভিড়ে এই পুজো যেন একে বারেই অন্য রকম হতে চলেছে। তাঁদের এই বছরের উদ্বোধনে থাকবে একাধিক চমক।

২২ সেপ্টেম্বর অর্থাৎ প্রতিপদের দিন সোনাগাছির দুর্গাপুজোর উদ্বোধন হবে। তার জন্য এলাহি আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধনে হাজির থাকবেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার। পদ্মভূষণ প্রাপক সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ সহ বাংলা সিনে জগতের একাধিক তারকাও উপস্থিত থাকবেন।

আর কী চমক থাকছে এ বার সোনাগাছির পুজোতে? মণ্ডপে প্রায় প্রতি দিন নাচ, গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সব নিয়ে উদ্যোক্তাদের ব্যস্ততা এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =