পাটনা : বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শেষ হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বেশ কয়েকটা দিন কেটে গেলেও বিহারে কোনও রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের।
রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত, কোনও রাজনৈতিক দলের তরফ থেকে একটিও দাবি অথবা আপত্তি জমা পড়েনি।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ১ আগস্ট (বিকেল ৩টে) থেকে ১০ আগস্ট (বিকেল ৩টে) পর্যন্ত, কোনও রাজনৈতিক দল ভোটারদের নাম সংযোজন অথবা বাদ দেওয়ার বিষয়ে কোনও দাবি কিংবা আপত্তি দাখিল করেনি। নিয়ম অনুসারে, ৭ দিন মেয়াদ শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট ইআরও/এইআরও দ্বারা দাবি এবং আপত্তি নিষ্পত্তি করতে হবে।

