জলপাইগুড়ি : ভারত বিখ্যাত ফুটবলার ও কোচ প্রয়াত পিকে ব্যানার্জীর জলপাইগুড়ি জিলা স্কুলেই কেটেছে শৈশব কাল। সেই স্কুলের মাঠে শৈশবের ফুটবল শেখা।
উত্তরবঙ্গ মানেই অলিম্পিয়ান ফুটবলার রুনু গুহ ঠাকুরতা, সুকল্যান ঘোষ দস্তিদারের পায়ের জাদু, মনে করিয়ে দেয় মনিলাল ঘটক কেও।
ফুটবলে পরবর্তী প্রজন্মকে তুলে আনতে জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ গোল্ড কাপ। যার অন্যতম উদ্যোক্তা সাদার্ন সমিতির কর্ণধার ও আইএফএ’র কর্তা সৌরভ পাল। জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে উত্তরবঙ্গের বৃহত্তর ফুটবল প্রতিযোগিতা উত্তরবঙ্গ গোল্ড কাপ শুরু হবে আগামী ৩১ অক্টোবর ও যার চুরান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

