কলকাতা : দীর্ঘদিনের ঘোষণা পাল্টে রবিবার মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শনিবার রাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরামে লুপ লাইনের সিগন্যালিং কাজ আপাতত স্থগিত থাকায় ট্রাফিক ব্লক নেওয়া হবে না। ফলে রবিবার সকাল থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা। রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকায় বহু পরীক্ষার্থীকে মহানায়ক উত্তমকুমার ও শহিদ ক্ষুদিরামের মধ্যে বিকল্প যাতায়াত নিয়ে চিন্তায় পড়তে হচ্ছিল। মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি বাড়ত, সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোও কঠিন হত।
যদিও কর্তৃপক্ষ হঠাৎ কাজ বন্ধ রাখার কারণ স্পষ্ট করেনি। জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনের পিলার বসে যাওয়ার পর থেকেই অধিকাংশ ট্রেন মহানায়ক উত্তমকুমারেই থামানো হচ্ছিল। যাত্রী দুর্ভোগ কমাতে ক্ষুদিরামে টার্ন আউট লাইন বসানো হয়েছে, যার সিগন্যালিংয়ের জন্য রবিবার ব্লক নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

