বিশ্বের দ্রুততম মানব নোয়া লাইলস

অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটারে সোনা জিতলেন নোয়া লাইলস। হয়ে গেলেন বিশ্বের দ্রুততম মানব। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড। ফটো ফিনিশে দ্বিতীয় হলেন কিশানে থমসন, যিনি সোনা জয়ের আর এক দাবিদার ছিলেন। তাঁর সময়ও ৯.৭৯ সেকেন্ড। ৯.৮১ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেলেন আমেরিকারই ফ্রেড কার্লি।

২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত অলিম্পিক্সে একচ্ছত্র্য দাপট ছিল জামাইকার। বলা ভাল উসাইন বোল্টের। অলিম্পিক্সে টানা তিন বার সোনা জিতেছিলেন তিনি। দীর্ঘ দিন পর আমেরিকা ১০০ মিটারে পেল সোনা জয়ী। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিন শেষ বার সোনা জিতেছিলেন। তার পরে পেলেন নোয়া। মাঝে জামাইকার কাছে পিছিয়ে পড়েছিল তারা। সেই দাপট আবার ফেরালেন নোয়া।

প্রথম রাউন্ড এবং সেমিফাইনালে সে ভাবে মন কাড়তে পারেননি নোয়া। কিন্তু আসল কাজটা করে গেলেন ফাইনালেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fifteen =