পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পর্যটক নেই, উদ্বেগ প্রকাশ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর

কলকাতা : পহেলগাঁও সন্ত্রাসের আগে ও পরে উভয় দিক থেকেই জটিল এবং উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়েই চলেছে জম্মু ও কাশ্মীর সরকার।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কলকাতায় তা অকপটেই জানিয়ে দিয়েছেন। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিনদিনের পর্যটন মেলার উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

সূচনা পর্বের ভাষণে মঞ্চে বললেন, ডাল লেকে পর্যটক নেই। শিকারা দেখা যাচ্ছে না। রাস্তাঘাট ও ফাঁকা। শ্রীনগর শহরের ছবি শুধুমাত্র নয়। সর্বত্র এক ছবি। ভ্রমণার্থীরা মুখ ফিরিয়েছেন। এ তো গেল কাশ্মীরের কথা। জম্মু ও তাই অবস্থা। সেখানেও বৈষ্ণোদেবী মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বিপুল কমেছে। কাজেই হোটেলে বুকিং নেই। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ। তিনি আরও বলেন, সরকার পক্ষের তরফেও নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =