- নয়াদিল্লি : সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তুমুল হট্টগোল। জানা গেছে, জেপিসি রিপোর্ট সংসদে পেশ হতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা। তাঁদের বক্তব্য বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ বিরোধী সাংসদদের। এই নিয়ে এদিন দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।যদিও কোনও বেনিয়ম কিছু হয়নি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, দাবি সরকারপক্ষের।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, কোনও অংশ মুছে ফেলা বা অপসারণ করা হয়নি। সবকিছুই সংসদে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সমস্ত ভিন্নমতের নোট প্রতিবেদনের পরিশিষ্টে সংযুক্ত করা হয়েছে।