জয়পুর : রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। মৃতদের মধ্যে ১২ মাসের একটি শিশুপুত্র এবং দু’জন মহিলা রয়েছেন।
রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের জামওয়া রামগড়ে, মনোহরপুর-দৌসা জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি ও ট্রেলারের সঙ্গে মৃত্যু হয়েছে ৫ জনের। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি ভেঙে তুবড়ে যায়।
গাড়িতে চেপে একই পরিবারের সদস্যরা খাটু শ্যাম মন্দিরে যাচ্ছিলেন, সেই সময় একটি ট্রেলারের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ১২ মাসের শিশুপুত্র, দুই মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে মনোহরপুর-দৌসা জাতীয় সড়কে দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।