নয়াদিল্লি : নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সোমবার সংসদে সরব হলেন বিরোধীরা। বিরোধীদের একগুচ্ছ প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, গত ৭ বছরে পেপার ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সোমবার অধিবেশন শুরু হতেই নিট পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব।
বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “গত ৭ বছরে পেপার ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই নিট বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে বলতে পারি, এনটিএ-এর পরে ২৪০টিরও বেশি পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছে।”