তামিলনাড়ুর (Tamil Nadu) কোনও মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় নজিরবিহীন নির্দেশ মাদ্রাজ আদালতের (Madras High Court)। তামিলনাডুর তিরুচেন্দুরের (Tiruchendur) সুব্রমণ্য স্বামী মন্দির (Subramanya Swamy Temple) কর্তৃপক্ষের মামলার সুবাদে শুক্রবার এই নির্দেশ দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত। গোটা রাজ্যে যাতে এই নির্দেশ মানা হয় সেই বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে আদালত।
তিরুচেন্দুরের সুব্রমণ্য স্বামী মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যে মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা ছাড়াও স্থানীয় পোশাক পরেই কেবলমাত্র দেবতার স্থানে প্রবেশ করা যাবে, সেকথাও বলা হয়েছে ভক্তদের উদ্দেশ্যে। গত ১৪ নভেম্বরে ওই নির্দেশ জারি করা হয় মন্দিরের তরফে। পাশাপাশি এই বিষয়ে পিটিশন দায়ের করা হয়েছে মাদ্রাজ আদালতে। মাদ্রাজ হাইকোর্টের তরফে বলা হয়, ‘মন্দির হল এমন একটি প্রতিষ্ঠান, যা প্রথাগতভাবে সকলের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এটা কেবল উপাসনার জায়গা নয়, মানুষের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। আধ্যাত্বিকতা অনুভব করার জন্য প্রতিদিন হাজার-হাজার, লক্ষ-লক্ষ মানুষ মন্দিরে যান। সকল ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা রয়েছে।’
আদালত জানিয়েছে, মোবাইলের মতো ইলেকট্রনিক গ্যাজেট মন্দিরে আসা ভক্তদের মনোযোগ নষ্ট করে। ফলে মন্দিরের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে এবার থেকে রাজ্যের কোনও মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।