দক্ষিণবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই, এমনটাই জানাল আলিপুর আবহাওযা দপ্তর। বরং আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয় যে,বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টির সম্ভাবনা রযেছে কলকাতাতেও। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এই বৃষ্টি চলতে পারে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। একই সঙ্গে উত্তরবঙ্গে আগামী ৫দিন বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।
এদিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনার কথাই জানানো হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমেছে।সঙ্গে আরও স্বস্তির খবর হল, আগামী ২-৩ দিনে বিশেষ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। পাশাপাশি এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলিতে শনিবারও শিলাবৃষ্টি হয়।এদিকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় শনিবার সকাল থেকেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর আবহাওযা দপ্তর। তবে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। এদিকে বৃষ্টির সঙ্গে সঙ্গেই হবে পারদ পতনও।আগামী চার পাঁচ দিনে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এ নেমে যেতে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আগামী ৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।