২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ আপ এবং ডাউন মিলিয়ে বিরাট সংখ্যায় লোকাল ট্রেন বাতিল হওয়ার কথা ছিল শিয়ালদা শাখায়। তবে শনিবার পূর্ব রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বিশেষ কারণে আপাতত কোনও ট্রেন বাতিল করা হচ্ছে না। এর আগে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছিল নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ এবং ইন্টারলকিংয়ের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হবে শিয়ালদহ- নৈহাটি শাখায়। সঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে এক্সপ্রেস ট্রেন। তবে শনিবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়, এই মুহূর্তে নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ এবং ইন্টারলকিংয়ের কাজে হাত দেওয়া হবে না। ফলে ২০ফেব্রুয়ারি থেকে ১ মার্চ রেল পরিষেবা শিয়ালদহ মেন লাইনে ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনাই নেই।