দখলদারি মুক্ত করতে গিয়ে নিউটাউনে বিক্ষোভের মুখে এনকেডিএ কর্মীরা

কলকাতা শহরের বিভিন্ন ফুটপাথ দখল করে রয়েছে একাধিক দোকান। তা নিয়ে সোমবার প্রশাসনিক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কড়া বার্তার পরই বেআইনি দখলদারি মুক্ত করতে নেমে পড়েন পুলিশকর্মী থেকে পৌরকর্মীরা। তবে নিউটাউনের অ্যাক্সিস মলের সামনে দোকান উচ্ছেদ করতে যেতেই বিক্ষোভের মুখে পড়তে হয় এনকেডিএ কর্মীদের।

নিউটাউনের অ্যাক্সিস মলের সামনের রাস্তার ফুটপাথে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। বাঁশ দিয়ে ঘিরে কালো ত্রিপল ও বেঞ্চ দিয়ে দোকানগুলি গড়ে উঠেছে। চা থেকে খাবার। সব কিছুই মেলে সেখানে। অফিস কর্মীদের টুকটাক খাবারের জন্য খুবই জনপ্রিয় দোকানগুলি। তবে সেইগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ আসতেই এনকেডিএ কর্মীরা গিয়েছিলেন এলাকায়। অভিযোগ, দোকানদাররা সেই দোকানগুলি ভাঙতে বাধা দেন। তাঁদের দাবি কোনও রকম না জানিয়ে আচমকা এসে তাঁদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। যে কারণে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ফেলে দেওয়া হয়েছে চা, আইসক্রিম, দুধ থেকে শুরু করে যাবতীয় জিনিস। দোকানদারদের মধ্যে একজনের অভিযোগ, ‘আমার এখানে যত জিনিস ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। দোকান ভেঙে দিচ্ছে। এসে কোনও ক থা নেই বলছে দোকান সরাও। এরম আবার হয় নাকি। দীর্ঘদিন ধরে দোকান করে খাচ্ছি। প্রায় ১০ বছর ধরে দোকান করে খাচ্ছি। কোনও নোটিস দেয়নি এসেই বলছে সরা। আমি বললাম একটু সময় দিন। কিছু শুনল না সরিয়ে দিল।’ এই দোকানদারদের মধ্যে আরও একজনের প্রশ্ন, ‘দিদি কি বলেছে দোকানের জিনিস ছুড়ে ফেলে দিতে? না খাবার ছুড়ে ফেলে দিতে? দিদি বলেছে ফুটপাথে নতুন দোকান লাগবে না। আমাদের তো ২০ বছরের দোকান। আমাদের খাবার ফেলে দিচ্ছে।’ এ দিকে, এই বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে এনকেডিএ কর্মীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =