প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোটের জন্য বিহারের জনগণকে ধন্যবাদ নীতীশের

পাটনা : বিহারের রেকর্ড সংখ্যক মানুষ বৃহস্পতিবার ভোট দিয়েছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

শুক্রবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নীতীশ কুমার বলেন, প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোটের জন্য বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ। সাম্প্রতিক বছরগুলিতে বিহার অভূতপূর্ব অগ্রগতি করেছে। এখন বিহারকে সবচেয়ে উন্নত রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সময়।

গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, আমাদের দায়িত্বও। বিহারের জনগণকে ১১ তারিখ দ্বিতীয় দফায় একইরকম উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে বিহার আরও এগিয়ে যেতে পারে। সকলকে সম্মান করা উচিত, সকলের উন্নতি হোক।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য এদিন ইভিএম-বন্দি হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় ছিল— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার, খাগারিয়া এবং ভোজপুর জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =