জেহানাবাদ : বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৮ জন পুণ্যার্থী, এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষ্যে রবিবার গভীর রাতে ওই শিব মন্দিরে বহু ভক্ত জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। সকলেই আগেভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান। এই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের এবং ৩০ জন আহত হয়েছেন। জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেছেন, “খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সমস্ত ব্যবস্থা আঁটোসাঁটো ছিল, আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি।”
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “প্রশাসন ভালোভাবে কাজ করলে ফুল বিক্রেতারা মারামারি করতেন না, হাতাহাতিও হয়েছিল। আমরা অনেকেই সেখানে আটকে পড়েছিলাম। আমি যদি আরও এক অথবা দুই মিনিট সেখানে আটকে থাকতাম তবে আমি মারা যেতাম। পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে।”প্রশাসনের দাবি, সুশৃঙ্খলভাবেই লাইনে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষ শিবের মাথায় জল ঢেলেছেন। রাত বাড়তেই লাইনে দাঁড়ানো লোকজনও অধৈর্য হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু করে দেন। তখনই ঠেলাঠেলিতে বহু ভক্ত মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়েই বাকিরা ছুটে পালাতে থাকে। সেই সময় পদপিষ্ট হয়ে মারা যান ৮ জন।
পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।