নীতি আয়োগের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা, করোনা নিয়ন্ত্রণে রাজ্যগুলির প্রশংসা মোদির

রবিবার নয়াদিল্লিতে (Delhi) রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের (NITI Aayog) বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)  সভাপতিত্বে নীতি আয়োগের পরিচালন পরিষদের সপ্তম বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে এদিনের বৈঠকে যোগ দেননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এদিন কৃষিক্ষেত্রে উন্নয়নে রাজ্যগুলিকে একাধিক বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে করোনা কালে রাজ্যগুলির লড়াইয়ের প্রশংসা করেন।

প্রসঙ্গত, এদিন নীতি আয়োগের বৈঠকে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের স্বার্থে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর গুরুত্ব দিয়েছেন তিনি। মমতা বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে সহযোগিতা আরও বেশি হওয়া উচিত। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত রাজ্যগুলির দাবিগুলিকে আরও গুরুত্ব সহকারে দেখা।

প্রধানমন্ত্রী মোদি রাজ্যগুলিকে কৃষি বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন রবিবার। শস্যবৈচিত্র্য বাড়ানোর দিকে মনোনিবেশ করতে বলেন। এছাড়াও ভোজ্য তেল উৎপাদনে রাজ্যগুলির স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। নীতি আয়োগের তরফে রমেশ চন্দ বলেন, ‘ভোজ্যতেলের চাহিদার প্রায় অর্ধেক আমরা পূরণ করি আমদানি থেকে। সামগ্রিকভাবে রাজ্যগুলি একে অপরকে সাহায্য করছে।’

এদিনের বৈঠকে কোভিডের (Covid) বিরুদ্ধে রাজ্যগুলির কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘প্রতিটি রাজ্য তার শক্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোভিডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে। মহামারির বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে অবদান রেখেছে সকলেই। এর ফলে ভারত উন্নয়নশীল দেশগুলির সামনে বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =