রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও তৃণমূলের

রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচি তৃণমূলের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  ডেপুটির বাড়ি ঘিরে শাসকদলের এই অভিযানে চাপা উত্তেজনা দিনহাটার ভেটাগুড়িতে। তবে একইসঙ্গে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নিরাপত্তা।জারি করা হয় ১৪৪ ধারা। অশান্তি এড়াতে মোতায়েন করা হয় র‌্যাফ।পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়।

এদিকে স্থানীয় সূত্রে খবর, দিনহাটার গিতালদহে বি এস এফের গুলিতে নিহত যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু হয় রবিবার সকাল ১০ টা থেকে। যা চলবে সন্ধে ৬টা পর্যন্ত।নিশীথ প্রামাণিকের বাড়ির অদূরে মঞ্চ বেঁধে শুরু হয় এই জমায়েত। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা অংশ নিয়েছেন বলে দাবি স্থানীয় তৃণমুল নেতাদের। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ‘যেভাবে সীমান্তে বি এস এফ রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনকে খুন করেছে সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন দিনভর বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।’

এদিকে কোচবিহারে মাথাভাঙায় জনসভা থেকে বিএসএফের গুলিতে নিহত কোচবিহারের যুবক প্রেম কুমারের বর্মণের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি নিশীথ প্রামাণিককেও কাঠগড়ায় তোলেন অভিষেক।নিহত যুবকের মা বাবাকে মঞ্চে ডেকে নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নিশীথ কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেননি সেই নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। পালটা নিশীথ প্রামাণিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে হুংকার দেন, ‘উত্তরবঙ্গের মানুষের থেকে আলাদা হয়ে গিয়ে রাজবংশীদের অপমান করে ভাইপো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।’ একইসঙ্গে হুঁশিয়ারির সুরে জানান, ‘বুকের পাটা থাকে তো দিল্লিতে এসে স্বরাষ্ট্র মন্ত্রীর ঘেরাও করে দেখান। বাড়িতে বয়ষ্ক মা-বাবা রয়েছেন। আপনার যদি সাহস থাকে তাহলে দিল্লিতে আসুন। স্বরাষ্ট্র মন্ত্রক ঘেরাও করে দেখান। তাহলে বুঝব নেতা হিসাবে আপনার মধ্যে ম্যাচিউরিটি এসেছে। কারণ আমার মন্ত্রণালয় বা অফিস দিল্লির নর্থ ব্লকে রয়েছে, আমার বাড়িতে নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + five =