নয়াদিল্লি : সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার সকাল ১১টায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) কত? আর্থিক বৃদ্ধির গতিই বা কেমন? বিদেশি মুদ্রা ভান্ডার থেকে মুদ্রাস্ফীতির হার— দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলির কী হাল তা জানা গেল এই আর্থিক সমীক্ষা রিপোর্টের মাধ্যমে।
এই নিয়ে টানা ৯-বার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। অর্থনৈতিক সমীক্ষায় ২০২৭ আর্থিক বছরে ভারতের সম্ভাব্য প্রবৃদ্ধি ৬.৮ থেকে ৭.২ শতাংশর মধ্যে অনুমান করা হয়েছে, বিশ্বব্যাপী ঝুঁকি সত্ত্বেও যা ইতিবাচক। এদিন আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হওয়ার কিছু পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।

