আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে ১৩ সদস্যের দল ঘোষণা করা হল। চিনের হাংঝাওতে হতে চলেছে এ বারের এশিয়ান গেমস। ভারত থেকে চিনে বক্সারদের যে দল যাবে তাতে রয়েছেন- ছয় বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয়ী শিবা থাপা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় বক্সার লভলিনা বরগোহাইনও আছেন সেই তালিকায়। থাকছেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনও। ১৯তম এশিয়ান গেমসে সকল ভারতীয় বক্সারই চাইবেন সেরাটা উজাড় করে দিতে। কারণ এই টুর্নামেন্টের পারফর্ম্যান্সের প্রভাব পড়বে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনে। আরও ভালো করে বললে প্যারিস অলিম্পিকে ভারতীয় বক্সারদের যোগ্যতা অর্জনের জন্য প্রথম পর্বই হচ্ছে এশিয়ান গেমস। এ বারের এশিয়ান গেমসে ভারত থেকে ৭ জন পুরুষ বক্সার এবং ৬ জন মহিলা বক্সার যাবেন। চলতি বছরে দিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমসের টিকিট পেয়েছেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া মহিলা বক্সার লভলিনা বরগোহাইন। এ বারের এশিয়ান গেমসে নেই ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল। তাঁর পাশাপাশি নীতু গংঘাসকেও এ বারের এশিয়াডে দেখা যাবে না। ২০১৮ সালে এশিয়ান গেমসে এবং ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হয়েছিলেন অমিত। তাঁর জায়গায় পুরুষদের ৫১ কেজি বিভাগে এ বারের এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন দীপক ভোরিয়া। চলতি বছরে তাসখন্ডে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫১ কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। অন্যদিকে মহিলাদের ৪৮ কেজি বিভাগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস এবং বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীতু। আসলে নীতুকে নিজের বক্সিং বিভাগ পরিবর্তন করতে হয়েছে। এখন তিনি ৪৮ কেজির জায়গায় ৫৪ কেজি বিভাগে খেলছেন। কারণ, অলিম্পিকে এখন আর ৪৮ কেজি বিভাগ নেই। নীতু জাতীয় দলে ৫৪ কেজি বিভাগে ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু শেষ অবধি ওই বিভাগ থেকে এশিয়ান গেমসের টিকিট পাননি তিনি।