ব্যারাকপুর : ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দলের মেঘনা মোড়ের বাসিন্দা তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের পুত্র নমিত সিংয়ের ঘর থেকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ প্রচুর তাজা বোমা উদ্ধার করেছিল জগদ্দল থানার পুলিশ। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির অদূরেই পুরসভা নির্বাচনের প্রাক্কালে চলতি বছরের ১২ মার্চের ঘটনা। ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সেই ঘটনার তদন্তে নেমে গত ১২ মে নমিতকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। কাউন্সিলরের পুত্র নমিত সিং বহুদিন জেলে থাকার পর, সম্প্রতি সে জামিনে মুক্ত। সোমবার বেলায় আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় ফের তদন্তে আসেন এনআইএ-র দুই সদস্যের প্রতিনিধি। এদিন তারা বোমা উদ্ধারের ঘরটি ভালো করে পরিদর্শন করেন। পাশাপাশি কাউন্সিলরর পুত্র নমিত সিংয়ের পড়শিদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ।