জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে শনিবার দিল্লির বাটলা হাউস এলাকা থেকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রবিবার এনআইএ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহসিন আহমেদ। অভিযুক্ত পাটনার বাসিন্দা হলেও, বর্তমানে তিনি বাটলা হাউস অঞ্চলেই বাড়িভাড়া নিয়ে থাকছিলেন। অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে নেটমাধ্যমে এবং দেশের নানা প্রান্তে ইসলামিক স্টেটসের শাখা বিস্তার ও মতাদর্শ প্রচারের তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে এনআইএ সূত্রে জানানো হয়েছে।
এই সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে গত ২৫ জুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করে এনআইএ। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দেশের নানা প্রান্তে, ইসলামিক স্টেটস-এর প্রতি সহানুভূতিশীল বিভিন্ন মানুষের থেকে অর্থসংগ্রহ করে সিরিয়ায় ও অন্যত্র পাঠাত অভিযুক্ত। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই অর্থ পাচারের ঘটনা ঘটত বলে জানা গিয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে আরও তথ্য পেতে বিস্তারিত তদন্তের প্রয়োজন।