‘এরপর যে নাম সামনে সবাই তা সময়মতো দেখতে পাবে। সেই নাম সামনে এলেই বিস্ফোরণ হবে। তবে নাম তো নামই। দুর্নীতিতে নামের আবার ছোট বড় কী আছে। নাম তো নামই।’রাজধানীর মাটিত দাঁড়িয়ে এমনই এক বিস্ফোরক উক্তি করতে দেখা যায় নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত গোপাল দলপতিকে। নিয়োগ কেলেঙ্কারি মামলায় তাঁর নাম জড়াতেই বিগত কয়েকদিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি। এদিন দিল্লির এক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ঈশ্বরের কাছে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে। এদিকে তাঁর মুখে আগে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। এদিনই সেই বিভাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও গোপালের দাবি বিভাস দুর্নীতি করে থাকলে তা তদন্ত করে বের করবে ইডি-সিবিআই। প্রসঙ্গত, এর আগে গোপাল এও দাবি করেছিলেন কুন্তল ঘোষ একা নন, এরকম হাজারও কুন্তল আছে। এরকম অনেকের মাধ্যমেই চাকরির চেষ্টা হয়েছে বলে মনে করেন তিনি। গোপাল দলপতির দাবি, শুধুমাত্র তাপস বাবুই যদি ১৯ কোটি দিয়ে থাকেন, তাহলে এরকম পাঁচজন থাকলেও টাকার অঙ্ক কত হচ্ছে, তা অনুমান যোগ্য। সহজ কথায় তাঁর স্পষ্টই দাবি ছিল, টাকার অঙ্ক ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এবার তাঁর মুখে নতুন নামের আভাস দেখা যেতেই তা নিয়ে নয়া চর্চা শুরু হয়েছে নানা মহলে।
এদিকে আবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির ঘটনায় একের পর এক নতুন ব্যক্তির নাম বলতে দেখা গিয়েছে কুন্তল ঘোষকে। তাঁর মুখেই শোনা গিয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এরপরই হৈমন্তীকে নিয়েও জোর চর্চা শুরু হয় বাংলার রাজনৈতিক মহলে। দুর্নীতিতে তাঁর যোগ কতটা তা নিয়ে শুরু হয় জোর জল্পনাও। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি হৈমন্তীকে। এদিকে গোপালের দাবি, ‘হৈমন্তী অসুস্থ। কয়েকদিনের মধ্যেই ও সকলের সামনে আসবে। অপ্রচারের জাবাবও দেবে।’