ছাপ্পা ভোট দিতে গিয়ে মহিলাদের কাছে নিগৃহীত তৃণমূল প্রার্থী। ঘটনাস্থল রাজারহাটের বিষ্ণুপুর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজারহাট ব্লক সভাপতির ভাইপো রক্তিম কর ছাপ্পা ভোট দিতে দলবল নিয়ে হাজির হন। ইচ্ছে থাকলেও মাঝে বাধা হয়ে দাঁঢ়ালেন গ্রামের মহিলারাই। হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়েই চড়াও হন রক্তিম করের ওপর।গ্রামের মহিলাদের এই রণমূর্তি দেখে রণেভঙ্গ দেন রক্তিম করের সঙ্গীরা। ফলে একটা সময় একা পড়ে যান রক্তিম।আর তখনই তাঁকে হাতের কাছে পেয়ে ব্যাপক মারধর করেন গ্রামের মহিলারাই। অবশেষে পুলিশের সহায়তায় কোনও ভাবে ওই মহিলাদের রোষের আগুন থেকেরেহাই পান তিনি।
এদিকে এলাকাবাসীর দাবি, শনিবার ভোটগ্রহণ পর্ব যখন চলছিল, আচমকাই সেখানে ভোট লুঠের চেষ্টা করেন রক্তিম। এরপর ছাপ্পা দিতে নিয়ে আসেন বহিরাগতদের। এমন ঘটনা ঘটতে পারে আঁচ করেই হাতে বাঁশ, ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকেন তাঁরা। আর মহিলাদের একজোট হতে দেখেই পালিয়ে যায় আগত বহিরাগতরা। তবে একা পড়ে যান রক্তিম। তাঁকে হাতের সামনে পেয়েই চেয়ার-বাঁশ-ঝাঁটা দিয়ে মারধর করেন গ্রাম্য মহিলারা। শুধু তাই নয়, রাজারহাট পুলিশ আসার পরও তাদের সামনেই লাগাতার মারধর করেন তাঁরা। পরে পুলিশি হস্তক্ষেপে ওই তৃণমূল প্রার্থীকে থানায় নিয়ে পুলিশ।