কলকাতা : নিউটাউনের রাম মন্দির আইল্যান্ডের কাছে শনিবার রাতে ঘটে গেছে শ্যুটআউটের ঘটনা। স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে বসেছিলেন ভাঙরের বাসিন্দা নাসিমুদ্দিন খান। সে সময় হঠাৎ করেই দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে নাসিমুদ্দিনের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষমেশ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইকোপার্ক থানার পুলিশ তদন্তে নেমে এই ঘটনার পেছনে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করে। ভোর রাত থেকেই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের জেরায় উঠে আসে নতুন তথ্য। পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় এবং নাসিমুদ্দিনের ব্যবসার সঙ্গী কাজী রফিকুল ইসলামকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। এই ঘটনায় নিউটাউনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।