সাইক্লোনে গেব্রিয়েলের বিপর্যয়ের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

বুধবার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের উত্তর-পশ্চিম ওয়েলিংটন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। প্রাথমিক খবর অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বেজে ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়েছে। পারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটি থেকে ৫৭ কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎকেন্দ্র। ভূমিকম্পের জেরে কোনও বড় মাপের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্তত পক্ষে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে প্রবলভাবে দুলে উঠেছিল পায়ের তলার মাটি। সাইক্লোন গেব্রিয়েলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড। স্থলভাগেই এদিন ভূমিকম্পটি হওয়ায়, সুনামির সতর্কতাও জারি করা হয়নি। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ওয়েলিংটন শহরের ৩১ হাজারেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন। নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে।
জাপান বা ইন্দোনেশিয়ার মতো, নিউজিল্যান্ডও প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থিত। যে বলয় জুড়ে রয়েছে বেশ কিছু আগ্নেয়গিরি এবং অত্যন্ত ভূমিকম্প প্রবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =