কেনকে ছাড়াই ভারত সফরে নিউজিল্যান্ড

নতুন বছরের শুরুতেই সাদা বলের সিরিজ খেলতে ভারতে আসছে নিউজিল্যান্ড। ১১ থেকে ১৮ জানুয়ারি, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে কিউয়িরা। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। অভিজ্ঞ কেন উইলিয়ামসকে ছাড়াই এই দুই সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়া রাখা হয়নি রাচিন রবীন্দ্র, উইল ও’রুরকে এবং ব্লায়ার টিকনারকেও। এই তিনজনকে চোট-আঘাত এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তবে উইলিয়ামসনের ক্ষেত্রে জানানো হয়েছে, ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ ফ্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত থাকবেন। ফলে উইলিয়ামসন বনাম রো-কো দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল ব্রেসওয়েল। চোট সারিয়ে ফেরা কাইল জেমিসনকে দলে রাখা হয়েছে। এছাড়া কয়েকজন নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে। টি-২০ সিরিজে কিউয়িদের অধিনায়ক মিচেল স্যান্টনার। দলে রয়েছেন মিচেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপসরা। একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া রাচিন রবীন্দ্র টি-২০ সিরিজের স্কোয়াডে রয়েছেন। প্রসঙ্গত, ভারতীয় বোর্ড টি-২০ সিরিজের দল ঘোষণা করলেও, একদিনের সিরিজের দল এখনও ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =