ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড শিবির। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার টেস্ট শুরু হওয়ার দিন দুই দলের প্রতিটি ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানে উইলিয়ামসনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাই ইংরেজদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামতে পারবেন না তিনি। আপাতত পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। ব্ল্যাকক্যাপসদের
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগেই উইলিয়ামসনের মতো ক্রিকেটারের ছিটকে যাওয়াটা সত্যিই খুব দু:খজনক বিষয়। এটা আমাদের জন্য একটা বড় ধাক্কাও। তবে আমরা ওর পাশে আছি, ও দ্রুত দলের সঙ্গে যোগ দেবে’।
গত বৃহস্পতিবার শরীরে সামান্য কিছু উপসর্গ দেখা গিয়েছিল উইলিয়ামসনের। তখন থেকে তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল দলের মেডিকেল টিম। অবেশেষে কিউয়ি অধিনায়কের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে দলকে এই ম্যাচে নেতৃত্ব দিতে পারেন টম ল্যাথাম।