মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নামে নতুন রাস্তা

ভারতীয় ফুটবলের মানচিত্রে গুরুত্বপূর্ণ কলকাতার তিন প্রধান। সদ্য আইএসএল চ্য়াম্পিয়ন হয়েছে মোহনবাগান। এর পরই সমর্থকদের জন্য আরও খুশির খবর এসেছে। ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অবদান সর্বজনস্বীকৃত। আর এই দুই ক্লাবের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরসভা৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নামে দুটি রাস্তার নামকরণ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘আমাদের ইতিমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মোহনবাগানের জন্য যে রাস্তাটি নামকরণের ভাবনা হয়েছে সেটি হল, মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডান দিক থেকে সূর্যসেন পার্ক অবধি রাস্তাটা। সেই রাস্তাটা আমরা মোহনবাগান অ্যাভিনিউ হিসেবে চিহ্নিত করেছি। এই রাস্তার আনুষ্ঠানিক নামকরণ হবে ২ এপ্রিল। নিরঞ্জন ঘাটের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নামকরণ হবে। মোহনবাগান ক্লাবের ফুটবলার, কর্তারা আসবেন। কলকাতার বাইরে এই প্রথম মোহনবাগানের নামে রাস্তা হচ্ছে।’ রাস্তা নামকরণের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য়ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌতম দেব আরও বলেন, ‘আমরা একটা রাস্তা ইস্টবেঙ্গলের নামকরণও করছি। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। তাদের পক্ষ থেকে দিনক্ষণ চূড়ান্ত হলেই জানানো হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রাস্তা ইস্টবেঙ্গলের নামে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 15 =