নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ৬৪ পল্লি ও ছোট শ্রীরামপুর এলাকায় পানীয় জলের সমস্যা বহুদিনের। বাসিন্দাদের অভিযোগ, ওই দুটি এলাকায় জলের প্রেসার খুব কম। সরু সুতোর মতো জল পড়ে। এবার ওই ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে। ৬৪ পল্লিতে নতুন পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করেছে ভাটপাড়া পুরসভা। বুধবার নারকেল ফাটিয়ে জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা গভীর নলকূপ বসানোর মধ্য দিয়ে বোরিংয়ের কাজ শুরু করলেন।
এদিন অমিত গুপ্তা বললেন, আগের পাম্প হাউস থেকে বাসিন্দাদের চাহিদা মতো পর্যাপ্ত জল মিলছে না। তাই জলের সমস্যা দূরীকরণে নতুন পাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গভীর নলকূপ বসিয়ে বোরিংয়ের কাজ শুরু হয়েছে। অমিতের আশা, খুব শীঘ্রই এখানে পাম্প হাউস গড়ে উঠবে। ৬৪ পল্লির বাসিন্দা মলিনা বিশ্বাস বললেন, এলাকায় খুব জলের সমস্যা। সরু সুতোর মতো জল পড়ছে। তবে নতুন পাম্প হাউস তৈরি হলে হয়তো জলের সমস্যা মিটে যাবে। প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পানীয় জলের সমস্যা দূর করতে গত ১৩ জানুয়ারি সবুজ সংঘ মাঠের পাশে পাম্প হাউস তৈরির কাজ শুরু হয়েছে।