দিঘার সমুদ্র তটে দে’জ পাবলিকেশনের বিপণি

বইপ্রেমী দের জন্য সুখবর। দিঘা সমুদ্র তটে ৫০০ স্কোয়ার ফিট জায়গা নিয়ে শুরু হল দে পাবলিশিং এর নতুন বইয়ের দোকান। প্রায় চার হাজারের মতো বই থাকবে এই দোকানে এবং এই শপিং মানে বইয়ের শপিংমল বলা যেতে পারে। এর ওপরেই থাকবে কফি শপ। পর্যটকেরা এখানে বই পড়ে দেখে কিনে নিতে পারবেন প্লাস উপরে কফি খেতে পারবেন পর্যটকরা। দে’জ প্রকাশনা ছাড়াও অন্যান্য প্রকাশনা বইও রাখা হয়েছে। দে’জ পাবলিশিং এর এই দোকানে পৃথক জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব¨্যােপাধ্যায়ের লেখা বই। এছাড়া, মুখ্যমন্ত্রীর লেখা ইংরেজি বইও থাকবে এই দোকানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =