ঘরে আসছে নতুন সদস্য, মা হতে চলেছেন আলিয়া ভাট

অন্ত:সত্ত্বা বলিউড (Bollywood) অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের তিন মাসের মধ্যেই অনুরাগীদের সুখবর জানিয়েছেন খোদ অভিনেত্রী। সোমবার আচমকাই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সোনোগ্রাফির ছবি পোষ্ট করেন আলিয়া ভাট। তার সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি মা হতে চলেছেন। গত ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের (Ranbir Kpoor) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া। আলিয়ার ঘোষণার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু-সহ বলিউডের প্রথমসারির তারকারা।

বলিউডের অন্যতম জনপ্রিয় দু’টি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। আর স্পষ্টই ইঙ্গিত পাওয়া তিনি সন্তানসম্ভবা। আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, আমাদের সন্তান….শীঘ্রই আসছে। এর সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছেন তিনি। ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে বসে রয়েছেন রণবীরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =