কলকাতা: রেল মন্ত্রক শুভ্রাংশু শেখর মিশ্রকে কলকাতা মেট্রো রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। তিনি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে. দেউস্করের স্থানে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে শুভ্রাংশু শেখর মিশ্র কপুরথলার রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ছিলেন।
আইআইটি চেন্নাই থেকে স্নাতকোত্তর শুভ্রাংশু শেখর মিশ্র ১৯৮৮ ব্যাচের ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারস (আইআরএসএমই) কর্মকর্তা। ৩৫ বছরেরও বেশি কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জোনাল রেলওয়ে, প্রোডাকশন ইউনিট ও আরভিএনএল-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লাত্তুরে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেকেন্দ্রাবাদের চিফ রোলিং স্টক ইঞ্জিনিয়ার এবং ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, খড়গপুরসহ বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
শুভ্রাংশু শেখর মিশ্র রেলের রোলিং স্টকের অপারেশন, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও রপ্তানিতে দেশব্যাপী অভিজ্ঞতা সম্পন্ন। তাঁর দক্ষ প্রশাসনিক ও নতুনত্বপূর্ণ নীতি মেট্রো রেলের কার্যক্ষমতা, পরিষেবা মান ও যাত্রীসুবিধা নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে রেল কর্তৃপক্ষের আশাবাদী।

