ব্যাডমিন্টনে নতুন ইতিহাস, বিশ্বে এক নম্বর সা-চি জুটি

স্বপ্নের ছন্দে রয়েছেন দুই তারকা। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জিতেছেন জুটিতে। সোনা এসেছে হানঝাউ এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ডাবলস থেকে। এশিয়াডে ইতিহাস তৈরি করার পরও থামছেন না সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি । নতুন ইতিহাস তৈরি করে ফেললেন তাঁরা। দুই ভারতীয় এখন বিশ্ব ব্য়াডমিন্টনের এক নম্বর জুটি। একটা সময় টেনিসে জুটিতে সাফল্য এনেছিলেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি। ব্যাডমিন্টনে লি-হেশ জুটি হয়ে উঠেছেন সাত্বিক ও চিরাগ। ব্যাডমিন্টনে এর আগে বিশ্বের এক নম্বর জায়গায় পা রাখার মতো অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছেন প্রকাশ পাড়ুকোন, সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্ত। কিন্তু ডাবলসে এই জায়গাটা এতদিন অধরাই ছিল। স্বপ্ন দেখার সুযোগও ছিল না খুব একটা। এই দুই তারকা যেন অসম্ভবকে সত্যি করে তুলছেন প্রতি টুর্নামেন্টে। চিন, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপের শাটলারদেরই দাপট ছিল এতদিন। চিরাগ আর সাত্বিকের সামনে কেউই দাঁড়াতে পারছেন না। এশিয়ান গেমসের ডাবলসে সোনা জেতার পরই আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থার নতুন ক্রমপর্যায় অনুযায়ী এক নম্বর জায়গাটার দখল নিয়েছেন ভারতীয় জুটি। ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মুহাম্মদ রিয়ান আদ্রিয়ান্তো এতদিন ছিলেন বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার। তাঁদের টপকে গেলেন ভারতীয় জুটি। বিডব্লিউএফ ব়্যাঙ্কিং অনুযায়ী চিরাগ-সাত্বিকের পয়েন্ট ৯২৪১১। ২ হাজার পয়েন্ট পিছনে রয়েছেন ইন্দোনেশিয়ার দুই ডাবলস প্লেয়ার। ভারতীয় জুটিকে বাদ দিলে বাকিরা অবশ্য ব়্যাঙ্কিংয়ের খাতায় তেমন এগোতে পারেননি। এইচএস প্রণয় ব্রোঞ্জ পেলেও ৮এ নেমে গিয়েছেন। ১৪তে রয়েছেন লক্ষ্য সেন। ২০তে কিদাম্বি শ্রীকান্ত। তবে পিভি সিন্ধু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও ১৫ থেকে ১৩তে উঠে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + twenty =