প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রীর বেনজির আক্রমণের জবাব দিল নয়াদিল্লি। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবলের ভুট্টো যে ধরনের মন্তব্য করেছেন, তা ‘পাকিস্তানকে আরও এক ধাপ নীচে নামাল’ বলে কটাক্ষ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার বিলাবল ভুট্টোর মন্তব্যের তীব্র নিন্দা করে এক বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান এমন একটি দেশ যেটা শহিদ হিসাবে ওসামা বিন লাদেনের জন্য গর্বিত এবং লাখভি, হাফিজ সঈদ, মাসুদ আজহার, সাজিদ মির এবং দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল। অন্য কোনও দেশ রাষ্ট্রসংঘ মনোনীত ১২৬টি জঙ্গি এবং রাষ্ট্রসংঘ মনোনীত ২৭টি জঙ্গি সংগঠন নিয়ে গর্ব বোধ করতে পারে না!’
প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সে দেশের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ পাক মন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যে তাঁর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে।’ নয়াদিল্লির পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা।