ব্রিটেনে নয়া উদ্বেগ! মানবদেহে সোয়াইন ফ্লুর ভাইরাস! জারি সতর্কতা

প্রথমবার মানবদেহে মিলল সোয়াইন ফ্লুর ভাইরাস। লন্ডনের এক ব্যক্তির দেহে সোয়াইন ফ্লুর জীবাণু পেয়েছেন চিকিৎসকরা। ওই ব্যক্তির থেকে অন্য় কারও মধ্যে সোয়াইন ফ্লু ছড়িয়েছে কিনা, সেই নিয়েও উদ্বেগ রয়েছে। ওই ব্যক্তির শরীরেই বা কী করে এই ভাইরাস এল, উঠছে সেই প্রশ্নও। মানবদেহে সোয়াইন ফ্লুর জীবাণুর সন্ধান পেয়ে উদ্বিগ্ন ব্রিটেনের চিকিৎসক মহল।

জানা গিয়েছে, শ্বাসকষ্টে ভুগছিলেন লন্ডনের এক ব্যক্তি। প্রাথমিক পরীক্ষা করতেই তাঁর শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু মেলে। তারপর থেকেই সতর্ক ব্রিটেনের চিকিৎসকমহল। সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি কার সংস্পর্শে এসেছিলেন, সেদিকে নজর রাখা হচ্ছে। কী করে ওই ব্যক্তির শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস ঢুকল, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। শ্বাসকষ্ট হলেই বিশেষ নির্দেশিকা মেনে চলতে হবে সকলকে। শূকর পালকদেরও বলা হয়েছে, সোয়াইন ফ্লুর উপসর্গ দেখতে পেলেই জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − four =