জয় নিশ্চিত হলেও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে অনিশ্চয়তা হিমাচলে

নয়া দিল্লি: হিমাচলে জয় নিশ্চিত হলেও এখনও মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করতে পারছে না কংগ্রেস। তার কারণ হচ্ছে, কংগ্রেসের যে তিনজনকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ভাবা হচ্ছে, তাঁদের মধ্যে কাকে বাছাই করা হবে, তা নিয়ে দ্বিধায় রয়েছে তারা। আপাতত হিমাচলের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন, প্রতিভা সিং, সুখবিন্দর সিং সুক্কু এবং মুকেশ অগ্নিহোত্র। এদিকে জল্পনা চলছে নয়া মুখ্যমন্ত্রী পদে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পরিবারতন্ত্র, নাকি নতুন কেউ! প্রতিভা সিংকে বাদ দিলে বাকি থাকছেন ২ জন। তাঁদের একজন অগ্নিহোত্রী এবং সুক্কু হলেন কাংরা এলাকার প্রতিনিধি। এছাড়াও রয়েছে জাতপাতের হিসাব। অগ্নিহোত্র হলেন ব্রাহ্মণ, অন্যদিকে প্রতিভা এবং সুক্কু হলেন ঠাকুর সম্প্রদায়ের। সর্বোপরি, দলনেতা নির্বাচনে গুরুত্ব দেওয়া হবে ১০ জনপথের প্রতি কার আনুগত্য কতটা। এই পরিস্থিতি ম্যানেজ করতে কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল, ভূপিন্দর হুডা, রাজীব শুক্লা প্রমুখ সিমলা পৌঁছচ্ছেন বৃহস্পতিবারই।  দলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এদিনই বৈঠক করতে পারেন তাঁরা , এমনটাই হাত শিবির সূত্রে খবর।

এদিকে কংগ্রেসের ঘর ভাঙতে যে োকনও মুহূর্তে ছুর চালাতে পারে বিজেপি এমন আশঙ্কা করেই দলকে ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেস এখন মরিয়া। প্রথমে স্থির করা হয়েছিল বিজয়ী বিধায়কদের নিয়ে যাওয়া হবে রাজস্থানে। পাশাপশাশি ছত্তিশগড়ও ছিল এই তালিকায়। তবে এখনও যা সিদ্ধান্ত তাতে রাজস্থান বা ছত্তিশগড় নয়, বিজয়ীদের নিয়ে যাওয়া হবে চণ্ডীগড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =