নতুন মুখ্য তথ্য কমিশনার বীরেন্দ্র

কলকাতা: রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে সোমবার শপথ নিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক বীরেন্দ্র। রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। বীরেন্দ্র আগামী তিন বছরের জন্য নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন।
১৫ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে বীরেন্দ্রর নাম চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা অনুযায়ী বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বৈঠকে ছিলেন না। মুখ্যমন্ত্রী এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বীরেন্দ্রর নাম চূড়ান্ত হয়ে যায়। তারপরে তা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজ্যপাল সেই ফাইলটিকে অনুমোদন করেছেন।গত ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ খালি পড়ে ছিল। এবার সেখানে প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে নিয়োগ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =