গাজায় যুদ্ধবিরতির ডাকে সাড়া দিতে নারাজ নেতানিয়াহু

আন্তর্জাতিক মহল থেকে চাপ বৃদ্ধি হলেও সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির ডাকে সাড়া দিতে রাজি নন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিলেন, যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই ওঠে না। তবে সাময়িক ভাবে মাঝেমাঝে ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনে যুদ্ধ থামাতে আপত্তি নেই ইজরায়েলের। গত ৭ অক্টোবর প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় এবং বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে যায়। এর পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। যুদ্ধে আমেরিকা ইজরায়েলকে সমর্থন করে। কিন্তু সেই আমেরিকাও গত কয়েক দিন ধরে মানবিকতার খাতিরে ইজরায়েলকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আবেদন জানাচ্ছে। কিন্তু কিছুতেই রাজি নন নেতানিয়াহু।

নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইজরায়েলি ফৌজ কিছুক্ষণ যুদ্ধ থামাতে পারে। হামাসের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যেও যুদ্ধে সামান্য বিরতি আসতে পারে। তবে সার্বিকভাবে যুদ্ধবিরতিতে রাজি নন তাঁরা। বরং হামাসকে সমূলে বিনষ্ট করার যে প্রতিজ্ঞা নেতানিয়াহু করেছিলেন, তাতেই এখনও বদ্ধপরিকর ইজরায়েল। নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ত্রাণ ইত্যাদি বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে যুদ্ধ আমরা আগেও থামিয়েছি, ভবিষ্যতেও থামাব। ত্রাণসামগ্রী পাঠানো, আমাদের পণবন্দিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য কোথাও এক ঘণ্টা, কোথাও দু’ঘণ্টার ‘বিরতি’তে আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণ ভাবে যুদ্ধবিরতি এখনই হচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =