১৩ বছর মামলা চলার পর সাড়ে তিন বছরের ভাগ্নেকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় সৎ মামাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাঁথি আদালত। বুধবার কাঁথির আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (সেকেণ্ড কোর্ট) ড. মৌমিতা ভট্টাচার্য সাজা ঘোষণা করেন। অভিযুক্ত সাজাপ্রাপ্ত সৎ মামা গণেশ প্রামাণিক। তার বাড়ি খেজুরি থানার বাঁশগোড়া এলাকায়। মঙ্গলবার অভিযুক্ত সৎ মামা গণেশ প্রামাণিককে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ও ২০১ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন। এরপর অভিযুক্তকে পুলিশ হেপাজতে নেয়। বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১ নম্বর ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ছ’মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন কাঁথি আদালতের বিচারক।