কলকাতা : গল্ফগ্রিনে মহিলা হত্যা রহস্যের সমাধান হল। গ্রেফতার হল মৃতার ভাইপো। পুলিশের একটানা জেরার মুখে ভেঙে পড়ে ধৃতের দাবি, টাকা ধার দেননি পিসি। উলটে অপমান করেছিলেন। বদলা নিতেই রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে খুন।
বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন থানার পিছনের ফ্ল্যাটের খাটের তলা থেকে ৪০ বছরের নাফিসার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাতারাতি সেই হত্যাকাণ্ডের সমাধান করল কলকাতা পুলিশ। বুধবার রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেফতার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা। রাতভর জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে।
পুলিশ সূত্রে খবর, ঋণ মেটাতে পিসির কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিল সাবির। কিন্তু টাকা দিতে চাননি ওই মহিলা। তখনই তাঁকে মারধর করতে শুরু করে সাবির।
নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি হাতে তুলে নেন ওই মহিলা। পালটা ছুরি ছিনিয়ে নিয়ে মহিলাকে বারবার কোপ মারে সাবির। ঘরের মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু নিশ্চিত করতে শেষে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত।

