কাঠমান্ডু : নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি। সোমবার, ১৫ জুলাই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল কে পি শর্মা ওলিকে (৭২) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ওলি হলেন একমাত্র নেতা যিনি নেপালি কংগ্রেসের সমর্থনে এই পদের জন্য দাবি করেছিলেন।
পুষ্প কমল দাহাল আস্থা প্রস্তাব হারানোর পর নেপালের প্রেসিডেন্ট পাউডেল শুক্রবার সন্ধ্যায় নেপালি সংসদে রাজনৈতিক দলগুলিকে ডাকেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী অংশীদারিত্বের দাবির আহ্বান জানিয়েছিলেন।
রবিবার রাষ্ট্রপতি কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে মাননীয় রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল প্রতিনিধি পরিষদের সদস্য শ্রী কে পি শর্মা ওলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।” সোমবার বেলা এগারোটা নাগাদ হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।