২৬ মিনিটে পর পর দু’বার কাঁপল রাজধানী, ৬.২ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। নেপালে পরপর দুটি ভূমিকম্পের প্রভাবে কাঁপল রাজধানীও। নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও ৬.২। ৫ কিমি দূরত্বের মধ্যে এই কম্পনের জেরই পড়ল দিল্লিতে। ২৬ মিনিটের মধ্যে পরপর দু’বার এই ভূমিকম্প হয়েছে। শুধু দিল্লি নয়, কম্পনের প্রভাব পড়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডেও। এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ফলে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

https://x.com/DelhiPolice/status/1709139846114288072?s=20

জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় নেপালে। দ্বিতীয় কম্পন হয় ২৬ মিনিট পরে, ২টো বেজে ৫১ মিনিটে। দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আসা করি সকলেই নিরাপদে রয়েছেন। অনুগ্রহ করে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় থাকুন। তবে আতঙ্কিত হবেন না। এলিভেটর ব্যবহার করবেন না। কোনও আপৎকালীন প্রয়োজনে ১১২ নম্বরে ফোন করুন।’ এদিকে কম্পন অনুভব করা গিয়েছে উত্তরপ্রদেশের লখনউ, হাপুর ও আমরোহাতেও। পাশাপাশি উত্তরাখণ্ডও কেঁপেছে ভূমিকম্পে।

জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লিতে। বিশেষ বহুতলের বাসিন্দারা অনুভব করেন সবার আগে। তড়িঘড়ি নীচে নেমে আসেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 9 =