কুলতলি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম হাবিবুল্লাহ পিয়াদা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ উঠেছে, প্রতিবেশী হাবিবুল্লাহ দিনের পর দিন ওই নাবালিকাকে যৌন নির্যাতন করত। ধৃতের স্ত্রী অসুস্থ হওয়ায় গৃহস্থালির কাজে সাহায্য করতে নাবালিকা তার বাড়িতে যেত। সেই সুযোগেই শারীরিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ। নির্যাতিতা বিষয়টি তার মাসিকে জানায়।
এরপরই পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। তবে ধৃত দাবি করেছে, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

