নীরজের বর্শায় বিঁধল সোনা; রুপো কিশোরের

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার ৯০ মিটারের স্বপ্নপূরণ হবে কবে? এতদিন ধরে নীরজের এবং ভারতবাসীর মনে এই প্রশ্ন বার বার আসছিল। এশিয়ান গেমস থেকে ভারতকে নীরজ সোনাই এনে দেবেন এমন প্রত্যাশা করেছিলেন দেশবাসী। তা পূরণ করলেন নীরজ। জাকার্তা গেমসে নীরজের বর্শায় বিঁধেছিল সোনা। হানঝাউতেও সোনাই পেলেন নীরজ। টোকিও অলিম্পিক থেকে সোনা, বিশ্ব মিটে সোনা, ডায়মন্ড লিগে হিরে— কোনও কিছুই বাদ দেননি নীরজ। এ বার নীরজের পাশাপাশি ভারত থেকে উঠে এসেছেন আরও এক জ্যাভলিন থ্রোয়ার। হানঝাউ থেকে নীরজের পাশাপাশি জ্যাভলিনে রুপো পেলেন ভারতের কিশোর জেনা। প্রথম থ্রো আসলে কত মিটারের ছিল? নীরজ চোপড়াকে ঘিরে তুমুল বিতর্ক এশিয়ান গেমসে। যান্ত্রিক ত্রুটির জন্য নাকি অলিম্পিক চ্যাম্পিয়নের প্রথম থ্রো মাপা যায়নি। জ্যাভলিনে তাঁর খাতা খোলার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় নীরজকে। ইভেন্টের অফিসিয়ালদের কাছে গিয়ে নিজের প্রথম থ্রো জানতে চাইছিলেন। অবাক করার বিষয়, বেশ কিছুক্ষণ পরে ইলেকট্রনিক বোর্ডে নীরজের প্রথম থ্রো হিসেবে দেখানো হল ৮২.৩৮ মিটার। অথচ যে সব ভিডিয়ো ক্লিপিং সোশ্যাল আপলোড করা হয়েছে তা খালি চোখে দেখেও বোঝা যাচ্ছে ৮৬ মিটারের উপরে প্রথম থ্রো রেখেছিলেন নীরজ। যান্ত্রিক ত্রুটিই যদি থাকবে, এতটা নিশ্চিত হয়ে কীভাবে বলা হচ্ছে নীরজ ৮৩ মিটারও টপকাতে পারেননি? এই মুহূর্তে নীরজ চোপড়া বিশ্ব খেলাধূলায় অন্যতম সেরা তারকা। তাঁর ইভেন্টে যদি ত্রুটি থাকে এশিয়ান গেমসের আয়োজকদের জবাবদিহি করতে হবে। এই প্রশ্ন নিয়ে ফুটছে টুইটার।এশিয়ান গেমসে নীরজ চোপড়ার প্রথম প্রয়াসে ঠিক কত দূরে জ্যাভলিন ছুড়েছেন তা জানতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে নীরজের প্রথম থ্রোয়ের ফল জানতে দেরি হচ্ছিল। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য কিছুক্ষণ পর স্কোরবোর্ডে দেখা যায় নীরজের প্রথম থ্রো ৮২.৩৮ মিটার। সোনার ছেলে নীরজের প্রথম থ্রোতে সর্বস্ব দেননি। নীরজের দ্বিতীয় থ্রো ৮৪.৪৯ মিটার। পানিপতের ছেলের এ বারের এশিয়াডে সেরা থ্রো ৮৮.৮৮ মিটার। এই থ্রোয়ের ফলে নীরজ সোনা জিতেছেন। নীরজের হাত ধরে ভারতীয় জ্যাভলিনের দিকদর্শন বদলে যাচ্ছে। এশিয়ান গেমসে পঞ্জাবের ছেলের সঙ্গে নেমেছিলেন কিশোর কুমার জেনা। সেই তিনি তৃতীয় থ্রোতে চমকে দিলেন। নীরজ যখন ৮৫ মিটার টপকাতে পারেননি, তখন ৮৬.৭৭ মিটার থ্রো করে চমকে দিলেন। এটাই কিশোরের বেস্ট থ্রো। যা তাঁকে প্যারিস অলিম্পিকের টিকিটও দিয়ে দিল সঙ্গে সঙ্গে (অলিম্পিকের কোয়ালিফাইং মার্ক ৮৫.৫০ মিটার)। চমকের ওখানেই শেষ ছিল না। কিশোর ৮৭.৫৪ মিটার থ্রো করে নীরজকে পর্যন্ত অবাক করে দিয়েছেন। এই থ্রোতে রুপো পেয়েছেন কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =