ভারতীয় হিসেবে প্রথম বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এবার বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার হলেন ভারতের সোনার ছেলে। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন নীরজ। ভারতের সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে স্থানচ্যুত করে একনম্বর স্থান দখল করেন। সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে ২২ পয়েন্টে এগিয়ে থেকে একনম্বর হয়েছেন নীরজ। উল্লেখ্য, নীরজের সংগৃহীত পয়েন্ট ১৪৫৫। অ্যান্ডারসন পিটার্সের পয়েন্ট ১৪৩৩। চলতি বছরে দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার ছুঁড়ে সোনা জেতেন নীরজ। আগামী মাসের গোড়ায় নীরজ নামবেন নেদারল্যান্ডসে। তার পরে ১৩ জুন আরও একটি টুর্নামেন্টে নামার কথা নীরজের। অলিম্পিক থেকে সোনা জেতার পরে ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো জেতেন নীরজ। যদিও চোটের জন্য কমনওয়েলথ গেমসে নামতে পারেননি তিনি। কিন্তু নতুন বছরে আবার সাফল্যের শিখরে নীরজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =