এনডিএ সরকার অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার জন্য সততার সঙ্গে কাজ করছে : প্রধানমন্ত্রী

আরারিয়া : বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের কংগ্রেস ও আরজেডি-কে তুলোধনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের আরারিয়ায় এক নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের এই প্রচেষ্টার সামনে একটি খুব বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। সেই চ্যালেঞ্জ হল অনুপ্রবেশকারীদের।

এনডিএ সরকার প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে তাদের বিতাড়িত করার জন্য সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করছে। কিন্তু এই আরজেডি এবং কংগ্রেসের লোকজন অনুপ্রবেশকারীদের রক্ষা করতে ব্যস্ত। তাঁরা এই অনুপ্রবেশকারীদের বাঁচাতে নানা ধরণের মিথ্যা প্রচার করে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক সফর করে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “কংগ্রেস হোক বা আরজেডি, দেশের নিরাপত্তা এবং আস্থার জন্য তাঁদের কোনও চিন্তা নেই। এই কারণেই এই লোকেজন আমাদের বিশ্বাস এবং সংস্কৃতিকেও অপমান করে। কংগ্রেসের ‘নামদার’ বিহারে এসে ছঠি মাইয়া পূজাকে নাটক বলে অভিহিত করে। এটি ছঠি মাইয়া, আমাদের আস্থার অপমান। আমাদের মা-বোনেরা ছঠি মাইয়া পূজার সময় জলও পান করেন না এবং তারা এটিকে প্রহসন বলে অভিহিত করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =