
নয়াদিল্লি : দেশ থেকে ২০২৬-এর মার্চের মধ্যে নির্মূল হবে নকশালবাদ। ফের একবার জানালেন কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার দিল্লিতে নকশাল মুক্ত ভারতের সমাপনী অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত তিনটি প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তার হটস্পটের মুখোমুখি হয়েছিল – জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব এবং নকশালপন্থা করিডোর – যেখানে হিংসাত্মক ঘটনাগুলি জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করছিল।
তিনি বলেন, সরকার এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেছে। উত্তর-পূর্বে, ২০০৪ থেকে ২০১৪ সালের আগের দশকের তুলনায় ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে নিহত নিরাপত্তা কর্মীর সংখ্যা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

